অপারেশন সিঁদুর সমর্থন, ১ লাখ অনুসারী হারালেন আলিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৫:৫৩ পিএম


অপারেশন সিঁদুর সমর্থন, ১ লাখ অনুসারী হারালেন আলিয়া
ছবি: সংগৃহীত

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও।

বিজ্ঞাপন

এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহাওয়াতে, অপারেশন সিঁদুর সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় নানা কথা লিখেছেন তারকারা। আর তাতেই হুড়মুড় করে ফলোয়ার্স কমতে শুরু করল তাদের। মে মাসের সাত-আট তারিখ থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরের মতো তারকাদের ফলোয়ার্স কমেছে। 

পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ এই তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন। আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনে ২০,০০০ ফলোয়ার আনফলো করে দিয়েছেন। 

বিজ্ঞাপন

গত সপ্তাহে পাকিস্তানের কিছু শিল্পীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তার প্রতিবাদে বিভিন্ন দেশে বলিউড তারকাদের ফলোয়ারের সংখ্যা কমে গেছে। 

বলিউডের পাশাপাশি টলিপাড়ার শিল্পীদের অনেক ফলোয়ার রয়েছে বাংলাদেশে। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সমীকরণের প্রভাব টলিপাড়ার শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর কতটা পড়বে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। 

সোশ্যাল মিডিয়াতে কার কত ফলোয়ার, তার ওপর ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজ নির্ভর করে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি কোনও গ্রোথ না থাকে, সেটা সমস্যায় ফেলে তারকাদের। যেটা হয়তো পরবর্তীতে বলি তারকাদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission